ফলোআপঃ ঝিকরগাছার করিমালী আরএকে আলিম মাদরাসার সরকারী বই বিক্রির ঘটনার প্রাথমিক অনুসন্ধান
-
Update Time :
সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
-
২২৮
Time View
- আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছা উপজেলার করিমালী আরএকে আলিম মাদরাসায় সরকারী বরাদ্দকৃত ২০১৭-২০১৮ ইং সালের বিভিন্ন শ্রেণির ৮শত ৮৮ পিস বই বিক্রির সময় জনতার হাতে আটক হওয়ার পর প্রাথমিক অনুসন্ধান চালিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ, এস, এম জিল্লুর রশীদ। রবিবার দুপুরে মাদরাসায় উপস্থিত হয়ে বই বিক্রির বিষয়টি তিনি তথ্য অনুসন্ধান চালান। প্রাথমিক ভাবে অনুসন্ধানে তিনি কি সিদ্ধান্তে উপনিত হয়েছেন সেটি না জানালেও বিষয়টি নিয়ে একটি জোড়ালো তদন্ত কমিটি গঠন করে মুল সিদ্ধানের কথা জানান এই কর্মকর্তা। উল্লেখ্যঃ বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে ৪টি বস্তায় করে ভ্যানযোগে নাভারণ পুরাতন বাজারে নিয়ে আসলে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওরঙ্গজেবসহ কয়েকজন ব্যবসায়ীর সন্দেহ হলে তারা ভ্যানটির গতিরোধ করে জানতে চাইলে ভ্যান চালক জানায়, করিমালী মাদরাসা থেকে এই বই বিক্রির জন্য পঠিয়েছে। তাতক্ষনিক জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলামকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে বইগুলো জব্দ করেন। এঘটনা ছড়িয়ে গেলে মাদরাসার অধ্যক্ষসহ বই বিক্রির সাথে জড়িত দপ্তরিসহ অন্যান্য শিক্ষরা মাদরাসা বন্ধ করে পালিয়ে যায়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply