আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছা উপজেলার করিমআলী আর এ কে আলিম মাদরাসায় সরকারী বরাদ্দকৃত ২০১৭-২০১৮ ইং সনের বিভিন্ন শ্রেণির ৮শত ৮৮ পিস বই বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে ৪টি বস্তায় করে ভ্যানযোগে নাভারণ পুরাতন বাজারে নিয়ে আসলে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওরঙ্গজেবসহ কয়েকজন ব্যবসায়ীর সন্দেহ হলে তারা ভ্যানটির গতিরোধ করে জানতে চাইলে ভ্যান চালক জানায়, করিমআলী মাদরাসা থেকে এই বই বিক্রির জন্য পঠিয়েছে। তাতক্ষনিক জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলামকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে বইগুলো জব্দ করেন। এঘটনা ছড়িয়ে গেলে মাদরাসার অধ্যক্ষসহ বই বিক্রির সাথে জড়িত দপ্তরিসহ অন্যান্য শিক্ষরা মাদরাসা বন্ধ করে পালিয়ে যায়। বই বিক্রির ঘটনার সত্যতা জানতে করিমআলী আর এ কে আলিম মাদরাসার অধ্যক্ষ বিশ্বাস শামছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু পুরাতন বই এবং খাতা বিক্রয়ের নির্দেশ দিয়ে বাড়িতে চলে যাই। শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জনতার হাতে আটককৃত বইয়ের কথা শুনে আমি ঘটনাস্থলে আসি এবং বই গুলো জব্দ করি। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান বলেন, আমি খবর পেয়েই জব্দকৃত বই গুলো উদ্ধার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে আসি। এব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্যঃ এর আগেও ওই মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে বই বিতরণে অবৈধ অর্থ গ্রহনের অভিযোগ রয়েছে।
Leave a Reply