অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর):যশোর -৫ আসনের সংসদ সদস্য বাবু স্বপন ভট্টাচার্য্য (চাঁদ) ৯নং ঝাঁপা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুরের দেয়া কথা রাখতে এবং
বিদ্যুতের উপর চাপ কমাতে কোমলপুর বাজারে লাগিয়েছেন সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি। দৃষ্টি নন্দন সোলার সিস্টেম সড়ক বাতিগুলো শোভা পাচ্ছে বাজারের মোড়েমোড়ে ও গুরুত্বপূর্ণ জায়গায়। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে এসব সৌর সিস্টেমের সড়ক বাতির আলোয় আলোকিত করছে উপজেলার কোমলপুর বাজার।
এই সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর,বাজার কমিটির সভাপতি তরিকুল ইসলাম, সম্পাদক শরিফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী তুলসী বিশ্বাস, খালেদুর রহমান টিটু, মতিয়ার, লুৎফর রহমান, অসীম সরকার, সহ প্রমুখ।
জনাব আব্দুর গফুর বলেন,
প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকারে এ উপজেলার এই সড়কেও সৌরবিদ্যুৎ আলো দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতি মধ্য বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। তিনি সকল স্থানে এই উন্নয়নের বাতাস পৌঁছুয়ে দেবার জন্য কাজ করে চলছেন।তারই ধারাবাহিকতায় আজ আমাদের বাজারেও সৌর বিদ্যুৎ বাতি লাগানো হয়েছে।
এলাকা বাসী জানাই, রাতের বেলায় বিদ্যুৎ না থাকলে এখানে আতংক নিয়ে চলাফেরা করতে হবে না। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে চুরির ঘটনা আর ঘটার কোন সম্ভাবনা নেই।
Leave a Reply