আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন-২০১৮ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলার রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, রঘুনাথনগর স্বর্ণালী ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা হাসানুর ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মাহাবুবুল আলম মন্টু, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আহম্মেদ ফারুখ শান্তি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবরজান বরুণ, পানিসারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এসএম হাসানুল বান্না, সাবেক ছাত্রনেতা শামছুজ্জোহা লোটাস, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান, স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
Leave a Reply