আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই চলতি বছরের মধ্যে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। সেই লক্ষ্যেই কাজ করছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর, লক্ষীপুর ও লাউজানী গ্রামের বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালের ক্ষমতায় থাকা অবস্থায় ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই বিদ্যুৎ উৎপাদন করে সারাদেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছেন। ‘২০০১ সালে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো ৪২শ’ মেগাওয়াট। খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতা আসার পর ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার মেগাওয়াট কমিয়ে ৩২শ’ মেগাওয়াটে নামিয়ে ছিলো। আর আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার মেগা ওয়াটেরও বেশি।’ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে জনগণ ক্ষমতায় আনবে। কারণ জনগণ জানে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশে বেকারদের কর্মসংস্থান হয়। বিধবারা ভাতা পায়, মুক্তিযোদ্ধারা বিশেষ মর্যাদা পায়, ভাতা পায়। অসুস্থ্য মানুষ চিকিৎসা পায়। বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পায়। রাস্তাঘাটের উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাই দেশবাসী আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনবে বলে আশা প্রকাশ করেন এই সংসদ সদস্য।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমির হোসেনের সভাপতিতে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক পিপি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শাহীন উল কবীর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক কুমার দত্ত, ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম, মো: আব্দুর রাজ্জাক, তবিবর রহমান উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা তোতন মোড়ল, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, জব্বার আলী, ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হজরত আলী মন্টু প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ২০৫টি পরিবারের মাঝে বিদ্যুৎ উদ্বোধন করা হয়।
Leave a Reply