আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ মানুষ তৈরি করতে হবে। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর হলে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ গড়ার কারখানা। সেই কারখানায় যোগ্য মানুষ তৈরি হলে ঠিকাদার, ইঞ্জিনিয়াররা রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করবে না। ডাক্টারদের অপচিকিৎসায় রোগীর মৃত্যু হবে না। শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা, এই জায়গায় ভাল মানুষ তৈরি করতে না পারলে মসজিদ মন্দিরে ভাল মানুষ যাবে না। তিনি তিনি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, এক শ্রেণির মানুষ যারা তালিমের নামে জননেত্রী শেখ হাসিনার নামে অপপ্রচার চালায়। তাদের বিরুদ্ধে সকলের সজাগ থাকতে হবে। ধর্মের নামে কোন অপরাজনীতি বা ভন্ডামী করার সুযোগ দেয়া যাবে না। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে। শিক্ষকদের বেতনভাতা দ্বিগুন বৃদ্ধি, শিক্ষা উপবৃত্তি প্রদান, প্রাথমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা খোশালনগর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এক মা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার আলাউদ্দীন গাজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপির সহধর্মীনি ফারদীনা রহমান এ্যানি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদ আলী, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা আকবর হোসেন জাপানী, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক কাশেম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মতিউর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র রায়, সাবেক সভাপতি প্রভাষক মাহাবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গাজী শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মশিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ দপ্তরী, সেলিম রেজা, সিরাজুল ইসলাম, মশিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাস্টার অমল কুমার বিশ্বাস।
Leave a Reply