আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। খুব শিঘ্রই এই সুখবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। শনিবার দুপুর ২টায় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদে ‘মৎস্য চাষী সমাবেশ ও উদ্বুদ্ধকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একান্ত দৃষ্টির ফলে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ঘটছে। তিনি বলেন, উপকূলীয় যেসব প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে সে সব মাছ হ্যাচারিতে এনে প্রজনন বৃদ্ধির কৌশল বের করতে হবে।
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেন, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই এই লক্ষ্য অর্জন করতে পারতো। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমরা এখন যা ভাবছি তা তিনি অনেক আগেই শুরু করেছিলেন।
অনুষ্ঠানে গদখালী ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা ডা: শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, কৃষকলীগের সভাপতি আহমেদ ফারুক শান্তি, গদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান মোড়ল প্রমুখ।
Leave a Reply