আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের চৌগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পূর্ণঃগঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ক্লাবের এক মূলতবি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের কথার চৌগাছা প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের চৌগাছা প্রতিনিধি ও দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান রিন্টু। এছাড়া অন্যান্য পদপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের অর্থনীতি ও আমার একুশ পত্রিকার চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি ইয়াকুব আলী ও শিহাব উদ্দিন। যুগ্ম সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল ও বাবুল আক্তার। সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এম শাহিন। অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, সাহিত্য সম্পাদক কালিমুল্লাহ সিদ্দিক, ক্রিড়া সম্পাদক এম,এ, রহিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল কুমার দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন-অর-রশীদ, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচএম ফিরোজ। এছাড়া নির্বাহী সদস্য করা হয়েছে অধ্যাপক আবুল কাশেম, আশাদুল ইসলাম, আজিজুর রহমান, আব্দুল কাদের, ড. আব্দুস শুকুর, শফিকুল ইসলাম, সরোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান ও খালেদুর রহমান বাবুল।
Leave a Reply