অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ (যশোর):
যশোর জেলার মনিরামপুর উপজেলার দশআনী গ্রামে সড়ক দূর্ঘটনায় জামাল সরদার (৪০) নামে এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছে। জামাল উপজেলার দশআনী গ্রামের মৃতঃ জব্বার সরদারের ছেলে বলে পরিচয় পাওয়া গেছে। এলাকাবাসী জানায় আজ বুধবার ১১টার দিকে ষোলখাদা – মুক্তারপুর সড়কে ঋষি পাড়ার নিকটে ঢালী ইট ভাটার ইট বহন কারি একটি টলির ধাক্কায় জামাল ঘটনাস্থানে নিহত হয় ।
জামালের স্ত্রীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, জামাল সরদার জন্ম থেকে বাক প্রতিবন্ধী। মোটর সাইকেল চালিয়ে সে সংসার চালাতো। প্রতি দিনের মতো আজও সকাল বেলা মটর সইকেল নিয়ে বাড়ি হতে বের হয়। এমন ভাবে সে আমাদের ছেড়ে চলে যাবে তা আমি কল্পনা করতে পারিনি, বলতে বলতে কাঁন্নায় ভেঙ্গে পরেন।
ঝাঁপা ফাঁড়ির এস আই অকবর হোসেন, হরিহরনগর ইউনিয়নের চেয়ারম্যান গাজী সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এলায় এখন শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply