মণিরামপুর (যশোর) প্রতিনিধি : কেক কাটা ও আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযূষকান্তি ভট্টাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, জিএম মজিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, শহিদুল ইসলাম মিলন, আমজাদ হোসেন, অ্যাডভোকেট বশির খান, মনিরুজ্জামান মিল্টন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply