বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে
আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষ্যে শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে ‘আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নাই, তিনি চির অমর। বিশ্বের বুকে যতদিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু ততদিন বাঙালীদের অন্তরে বেঁচে থাকবেন। বঙ্গবন্ধুকে জানতে তরুণদের প্রতি আহবান জানিয়ে তিনি মনির বলেন, তরুণদের সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু সম্পর্কীত বই পড়তে হবে। শিক্ষার্থীদের সত্যিকারের ইতিহাস জানতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু। এখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা। শুধু দেশেই নয় সারা বিশ্বে এখন আওয়ামীলীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মো: কামারুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো: সাজ্জাদুল আলম, বি.এম হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সামাদ, শিক্ষার্থী জেবা ফারিহা। এর আগে তিনি শহীদ স্মৃতিফলক ও বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Leave a Reply