ঝিকরগাছার নাভারণ ইউনিয়নে এমপি এ্যাড. মনির’র গণসংযোগ
-
Update Time :
বুধবার, ১৪ মার্চ, ২০১৮
-
২১৩
Time View
আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের নাভারণ পুরাতন বাজারে গণসংযোগ করেছেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের সকল দোকানীসহ দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নাই। সেই বিজয় সুনিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা জনগণের নিরাপত্তা দিতে পারে না। জামায়াত-বিএনপি সরকারের কাছে অন্যায় দাবি আদায়ের ব্যর্থ চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটিতে আর কোন অন্যায়কে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশ সেবার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুর রহমান, কাশেম শিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুুলি, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য আশরাফুল আলম চান্দু, সোলায়মান হোসেন, মুজিবার রহমান, যুবলীগ নেতা মো: নাসির উদ্দীন, উজ্জল হোসেন, জসিম উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল হোসাইন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, ছাত্রলীগ নেতা রাজিব, রাজন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply