আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোর জেলা ঝিকরগাছা উপজেলার সহ পার্শ্ববর্তি উপজেলায় বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন এক শ্রেনীর সাধারন মানুষ, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা লতা লটারী বা র্যাফেল ড্র’র নামে জুয়া খেলায় মেতে উঠেছে। বড় বড় পুরস্কারের লোভে তারা প্রতিদিন খোয়াচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রকাশ্যে মাইকিং করে এই অবৈধ লটারীর টিকেট বিক্রয়ের কারণে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম রবিবার বিকালে অভিযান চালিয়ে রবিবার বিকালে তিনি খেলার মাঠে অবস্থান নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে তলব করে ঝিকরগাছাসহ পার্শ্ববর্তি উপজেলায় অসহায় মানুষকে নিঃশ্ব হওয়ার হাত থেকে রক্ষা করল। এবং তিনি ঝিকরগাছা বাজার হইতে কয়েকটি ইজিবাইকের মালামাল জব্দ করেন। তার আর্দেশ অমান্য করলে তলা র্যাফেল ড্র কর্তৃপক্ষের উপর কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার সংবাদকর্মীর মাধ্যমে কেউ যেন এই ফাঁদে না পরে এই জন্য সচেন করেন। তার এই কার্যক্রমে শান্তির উপজেলার সচেতন মহল ও জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply