মনিরামপুর কণ্ঠ ডেস্কঃ যশোর জেলার সদর উপজেলার কৃতি সন্তান দেলোয়ার রহমান দিপু বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর উপ-কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়েছে।
গত ৮ই মার্চ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক-জনপথ এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপ-কমিটির তালিকা প্রকাশ করেন।
রাজপথের তুখোড় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা দেলোয়ার রহমান দিপুকে দপ্তর উপ-কমিটির সদস্য মনোনীত করায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তার পরিবারের পক্ষ থেকে তার বাবা বীর মুক্তিযোদ্ধা নুর ই আলম, মাতা রহিমা আক্তার ও স্ত্রী ডাঃ মল্লিকা রহমান রুনী দিপুর জন্য যশোরবাসির কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে কলেজ জীবন থেকে যশোর জেলা ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী হিসাবে দিপুর রাজনৈতিক জীবন শুরু।
তারপর ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথেই সেখানেও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তৎকালীন সরকারের বিরোধী দলীয় ছাত্র সংগঠনের কর্মী হওয়ার কারনে জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হতে হয়। দীর্ঘ দিন ধরে ক্যাম্পাসে ও রাজপথে লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্থ সম্পাদক মনোনীত করা হয়।
তাছাড়া ১/১১’র সময় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলাসহ একাধিক মামলায় চার্জশিটের আসামী করা হয়ে। রাজনীতির দুর্যোগকালে শেখ হাসিনার মুক্তির আন্দোলনে বলিষ্ঠ ভুমিকা রাখার কারণে তাকে বাংলাদেশ ছাত্রলীগের ২৭তম সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাঠাগার সম্পাদক মনোনীত করা হয় এবং পরবর্তী সম্মেলনে প্রভাবশালী সভাপতি প্রার্থী হয়েও বয়সের কারণে তিনি বাদ পড়েন।
দেলোয়ার রহমান দিপু বর্তমানে ঢাকা সিটি কলেজে অধ্যাপনা এবং “১৯৪৭ থেকে সমকাল” বাংলাদেশের কারা সাহিত্যের উপর পিএইচডি গবেষণা করছেন।
Leave a Reply