আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন, তাকে ভিত্তি করেই ইন্টারনেট সুবিধা গ্রামেও পৌঁছে দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশনকে নিয়ে অনেকেই ঠাট্টা-তামাশা করেছেন। অনেকে বলেছেন, যে বাংলাদেশে ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ নেই, যে বাংলাদেশে ৮ লাখের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করে সেই বাংলাদেশকে শেখ হাসিনা কিভাবে ডিজিটাল করবেন? তিনি বলেন, শেখ হাসিনা নিজের দর্শনের মাধ্যমে গ্রাম থেকে শহরের দিকে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। ডিজিটাল দেশের জন্য সারাদেশে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নয় বছর আগে আট লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো, এখন আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যেই দেশের প্রতিটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিনী ফারদীনা ইসলাম এ্যানি, উপজেলা সহকারী (ভূমি) অফিসার মো. রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।
Leave a Reply