আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছা পৌরসভার হাজেরআলী গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী পাবনার উদ্যোগে মসুরের বায়োফরটি ফিকেশন (হারভেস্টপ্লাস) প্রজেক্ট, ইকারডা’র অর্থায়নে ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর’র সহযোগিতায় মঙ্গলবার বিকালে জিংক ও আয়রন সমৃদ্ধ বারি মসুর-৮ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দীন আহম্মদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সাইয়েদুর রহমান, বৈজ্ঞানিক সহকারী মোঃ আব্দুর রউফ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং কষক-কৃষানী। অনুষ্ঠান পরিচালনা করেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বাবুল আনোয়ার। অনুষ্ঠানে আগত কৃষকবৃন্দ বারি মসুর-৮ জাতের প্রদর্শন করে সবাই খুবই অভিভূত হন এবং এই জাতটি আগামীতে চাষাবাদেও জন্য ইচ্ছা প্রকাশ করেন স্থানীয় কৃষক-কৃষাণী।
Leave a Reply