মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পার্থ সরকারকে সভাপতি ও সুব্রত দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির বাকী সদস্যরা হলেন সহ-সভাপতি নাসিব সাঈদ, সৌরভ রায় মৈত্র, যুগ্ম সাধারণ সম্পাদক তারনী পাশা, সজীব হাসান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক অনন্যা ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক কেয়া চৌধুরী। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সম্মেলনে আলোচনা সভা শেষে কমিটি ঘোষণা করা হয়।
প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সম্মেলন উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসান।
যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান তুহিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আরেফিন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.বাশার।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল হাসান মাসুদ। আলোচনা শেষে সম্মতিক্রমে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
Leave a Reply