আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছা কির্ত্তীপুর ট্রাক টারমিনালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য টিও লাইসেন্স ২৩/২০০২ জয়েন্ট ষ্টক কোম্পানির নিবন্ধন সি ৫২২(৩৫)/২০০২ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিবিসিআই) কর্তৃক অধিভূক্ত বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির নিজেস্ব কর্যলয়ে দ্বি-বার্ষিক নির্বাচনের শনিবার বিকাল ৩টায় সমিতির কক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং ০৬/০৩/২০১৮ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকার উপর আপত্তি থাকিলে লিখিত ভাবে অফিসে জমা দিতে হবে, ০৮/০৩/২০১৮ বৃহস্পতিবার বিকাল ৪টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১০/০৩/২০১৮ শনিবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও প্রতিক প্রকাশ, ১২/০৩/২০১৮ সোমবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ, ১৩/০৩/২০১৮ মঙ্গলবার বিকাল ৪টায় মনোনয়নপত্র বাছাই ও প্রতিক বরাদ্ধ, ১৪/০৩/২০১৮ বুধবার বিকাল ৩টা থেকে ৫টার মাধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হলে লিখিত ভাবে অফিসে জমা প্রদান করতে হবে, ১৫/০৩/২০১৮ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৮টায় চড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও সর্বশেষ ২৩/০৩/২০১৮ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত ও নির্বাচন শেষে ভোট গণনার পরে ফলাফল ঘোষনা। উল্লেখিত বিষয় উল্লেখ করে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য এটিএম লতিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছাত্তার তফসিল ঘোষনা করেছেন। এসময় তাদের সহযোগিতায় ছিলেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক বাবুল আক্তার। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ২৩ সদস্যের দুটি প্যানেল হবে।
Leave a Reply