ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।। যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নে ইউপি সদস্য আলমগীর কবীর ক্ষমতা কাকে বলে দেখিয়ে দিলো। ইউনিয়ন পরিষদের ধার্যকৃত ট্যাক্সের টাকা কম না নেয়ায় গ্রাম পুলিশ জামশেদ আলীকে জুতা দিয়ে পেটালেন।
ঘটনা সূত্রে গ্রাম পুলিশ জামশেদ আলী জানান, মঙ্গলবার ইউনিয়ন পরিষদের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত ট্যাক্স আদায়কারী কর্মকর্তা ইউনুচ আলীর সাথে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজারডুমুরিয়া গ্রামে ট্যাক্স আদায় করতে যায়। গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে ট্যাক্সের টাকার কথা বললে সে স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবীরের কাছে ফোন করে। ইউপি সদস্য আব্দুল কাদেরকে দুইশত টাকা দিতে বলেন। কিন্তু বিগত দশ বছর যাবৎ আব্দুল কাদের ট্যাক্সের টাকা না দেয়ায় তার কাছে ট্যাক্সের প্রাপ্ত হয়েছে পাঁচ হাজার টাকা। এসময় তারা টাকা না নিয়ে চলে আসে। সোমবার রাতে গ্রামের আব্দুর রশিদ মক্কার মুদি দোকানের সামনে ইউপি সদস্য আলমগীর কবীরের সাথে গ্রাম পুলিশ জামশেদ আলীর দেখা হলে তিনি জানতে চান, মেম্বর কে? আমার কথা কেন শুনিসনী? বলে পা থেকে জুতা খুলে পেটাতে থাকে। স্থানীয় লোকজন গ্রাম পুলিশকে ইউপি সদস্য আলমগীর কবীরের নিকট থেকে উদ্ধার করে। এ বিষয় নিয়ে আইনের সহায়তা নিলে তাকে জীবনে শেষ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছে। ঘটনায় জামশেদ আলী সুষ্ঠু বিচার চেয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকার বিরোধী কাজ বলে আমি মনে করি।
Leave a Reply