আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন ঝিকরগাছার কৃতি সন্তান সিদ্ধার্থ শংকর কুন্ডু। তিনি ঝিকরগাছা শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের স্বনামধন্য প্রয়ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা দুলাল পদ কুন্ডু ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা গীতা রাণী সাধু’র কনিষ্ঠ পুত্র। তিনি ঝিকরগাছা এমএল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয় এর ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে ৩য় হয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন কে ২০০৫ সালে ২৪ তম বিসিএস(প্রশাসন) ক্যাডাওে যোগদান করেন। কক্সবাজার ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে তিনি চাকুরী জীবন শুরু করেন। ২০১০ সালে তিনি কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হন।২০১২-১৩ সালে তিনি পরপর দু’বার পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। পরবর্তিতে গফরগাঁও উপজেলার ইউএনও থাকাকালে ২০১৭ সালে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ‘বিভাগীয় কমিশনার এওয়ার্ড ২০১৭’ অর্জন করেন। সরকারী প্রশিক্ষণের অংশ হিসাবে তিনি ভারত, চীন ও মালেশিয়া ভ্রমণ করেন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। জনপ্রশাসনের এ কর্মকর্তা উত্তোরত্তর সাফল্য ও উন্নতি কামনা করে ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয়বাসী।
Leave a Reply