ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।। যশোরের ঝিকরগাছায় চলতি বছরের বোরো মৌসুমে ব্যতিক্রম ধর্মী পাচিং উৎসব কর্মসূচি উৎযাপন করা হয়েছে। বিভাগীয় ভাবে শতভাগ জমিতে পাচিং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উপজেলা ব্যাপি ১৬৮০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চলতি মৌসুমে উপজেলায় ১৯৬০০ হেক্টর জমিতে বোর ধান রোপন হয়েছে। প্রাকৃতিক উপায়ে পোকা মাকড় দমনের জন্য সম্প্রতি পাচিং প্রযুক্তি কৃষকের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যার ফলে উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বর্তমানে প্রযুক্তিটি খুব সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বল্লা ব্লকের নোয়ালী গ্রামে ২০০-২৫০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে ব্যতিক্রম ধর্মী পাচিং উৎসব কর্মসূচি উৎযাপন ও শতর্স্ফুত ভাবে উপস্থিত কৃষক-কৃষাণীর বোরো ধানের ক্ষেতে পাচিং করেছেন যশোর অঞ্চলের অতিরিক্তি পরিচালক চন্ডী দাস কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন, যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ এমদাদ হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল হক, সংশিষ্ট ও পার্শ্ববর্তী ব্লকের এসএএও গণসহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কষাণীবৃন্দ।
Leave a Reply