ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা হরেন্দ্রনাথ রায় মারা গেছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১:৪৫ মিনিটে নেজ বাড়ি সোনাকুড় গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে শেষ বারের মত এক নজর দেখার জন্য তার বাড়ি ছুটে আসেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিও সাবেক চেয়ারম্যান ইবাদ আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অশোক দত্ত, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জাপানী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, প্রবীণ ইউপি সদস্য আব্দুল হক, অধ্যক্ষ সামছুর রহমান, অধ্যক্ষ রজব আলী, বাঁকড়া বাজার কমিটির সদস্য সচিব বজলুর রহমান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য আতিয়ার রহমান, মিজানুর রহমান, পুজা উদযাপন কমিটির নেতা গোবিন্দ ঘোষ, সঞ্জয় বিশ্বাস, অসীম মোদক, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক শানা,যুবলীগ নেতা মফিজুর রহমান, তারিফ বিশ্বাস, আমিরুল ইসলাম প্রমূখ। হরেন্দ্রনাথ রায় ১৯৭৩ সালে হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক এক নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সোনাকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, বাঁকড়া ডিগ্রী কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য, বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য এবং উপজেলা পুজা উদযাপন কমিটির উপেদেষ্টার ছিলেন।
Leave a Reply